আপুইয়ার পথে হাঁটলেন বিপিন! মুম্বইয়ের সঙ্গে ৭ বছরের সম্পর্কে ইতি, 'অবসর' জার্সির
আপুইয়ার পথেই হাঁটলেন মুম্বই সিটি এফসির তারকা উইঙ্গার বিপিন সিং। যিনি মুম্বইয়ের সঙ্গে সাত বছরের সম্পর্কে ইতি টানলেন। গত বছর আপুইয়ার পরে এবার বিপিনও একই পথে পা বাড়িয়েছেন। তারইমধ্যে তাঁর জার্সি নম্বরের অবসর করা হয়েছে।

What's Your Reaction?






