'ফুলকি'র পর 'তুই আমার হিরো'-তেও খল নায়িকা হয়েই কেন ফিরলেন? এমন চরিত্রই কি পছন্দ? কী বলছেন শার্লি মোদক?
'তুই আমার হিরো' এই ধারাবাহিকের লেখক এবং পরিচালক দু’জনেই তাঁকে পছন্দ করেন। প্রথমে তাঁর মনে হয়েছিল নেতিবাচক চরিত্রে তিনি অভিনয় করতে পারবেন না। তাই নাও করে দিয়েছিলেন। তবে পরে চরিত্রটা শুনে তাঁর বেশ লোভ হয়।'

What's Your Reaction?






