'পুরো পার্টির মুখে জুতো মারা উচিত, TMC থাকলে এই ধরণের সমাজবিরোধীরাই নেতা হবে'
দিলীপবাবু বলেন, ‘অনুব্রত মণ্ডলের অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে তাঁকে অশালীন কথা বলতে শোনা যাচ্ছে। ওদের মুখপাত্র বলছেন, তৃণমূল তো ব্যবস্থা নেয়, অন্যরা নেয় না। আরে অন্য পার্টিতে এরকম রত্ন নেই তো। ব্যবস্থা কার বিরুদ্ধে নেবে? আপনারা এরকম রত্ন তৈরি করেছেন ডজন ডজন।

What's Your Reaction?






