নতুন করে মৈপীঠে দেখা দিল বাঘের আতঙ্ক, মাকরি নদী পেরিয়ে লোকালয় দক্ষিণরায়
আগে জোড়া বাঘের আতঙ্ক সহ্য করেছেন গ্রামবাসীরা। মৈপীঠে আগেও বাঘের হানা দেওয়া থেকে শুরু করে পায়ের ছাপ এবং দরজায় আঁচড় দেখেছেন গ্রামবাসীরা। আর কুলতলি, মৈপীঠ সংলগ্ন এলাকায় বাঘের যাতায়াত সেক্ষেত্রে নতুন নয়। দু’মাস আগেও মাতলা এবং মাকড়ি নদী পেরিয়ে বাঘকে দেউলবাড়ি গ্রামের ধান খেতে ঢুকতে দেখেন মৎস্যজীবীরা।

What's Your Reaction?






