দিঘা পুলিশ হলিডে হোম–ইন্সপেকশন বাংলো বুকিং দেদার বাড়ছে, কেন এমন ঘটছে?
পুলিশ হলিডে হোমে এসি এবং নন এসি দু’রকম ঘর মিলবে। সেক্ষেত্রে ঘর ভাড়ার তারতম্যও থাকছে। এখানে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ থেকে শুরু করে পুলিশের ইন্সপেক্টর ও দফতরের সুপারিশ করা অন্য যে কেউ থাকতে পারবেন। এই পুলিশ হলিডে হোমে ক্যান্টিন পরিষেবা মিলবে। শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় চাহিদা বাড়ছে।

What's Your Reaction?






