'ঝনক'-এর পর ফের নতুন হিন্দি সিরিয়ালে ‘কী করে বলব তোমায়’-এর 'কর্ণ', বাংলায় আর ফিরবেন না ক্রুশল?
'রাণু পেল লটারি'-র মাধ্যমে ছোটপর্দায় পা রেখেছিলেন ক্রুশল আহুজা। সেখানে তাঁর বিপরীতে ছিলেন অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়। তাঁদের জুটি দর্শক দরবারে দারুণ বেশ জনপ্রিয় হয়েছিল। এরপরই হিন্দিতে কাজ করার জন্য মুম্বই চলে যান ক্রুশল।

What's Your Reaction?






