জেতা হল না IPL, আবেগে ভাসলেন প্রীতি! ‘এবার কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছে, পরেরবার আমরা…’, লিখলেন সোশ্যাল মিডিয়াতে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে, ১৮ বছর পর IPL-এর ফাইনালে পৌঁছেও খালি হাতে ফেরার পর পঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিন্টা আবেগঘন পোস্ট শেয়ার করে নিয়েছেন সোশ্যালে। যেখানে ছত্রে ছত্রে দলের প্রশংসা করেছেন এবং পরের বার জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রকাশের তারিখ: ৮ জুন ২০২৫
লেখক: Press Post সংবাদ ডেস্ক
সংক্ষিপ্ত বিবরণ (Brief):
পঞ্জাব কিংস আইপিএলের ফাইনালে উঠেও হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। দীর্ঘ ১৮ বছর ধরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা দল এবারও খালি হাতে ফিরল। সহ-মালিক প্রীতি জিন্টা সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে জানালেন—কাজ অসম্পূর্ণ রয়ে গেল, তবে এবার আরও জোরে ফিরে আসার সময়।
১৮ বছরের অপেক্ষা, তবুও খালি হাতেই ফিরে আসা
আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচে পঞ্জাব কিংস মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে। জয়ের দারুণ সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে ম্যাচ ফসকে যায়। এর আগেও বহুবার ট্রফির কাছে পৌঁছে শেষ পর্যন্ত জিততে পারেনি পঞ্জাব। এ বছরও সেই ইতিহাস পুনরাবৃত্তি হলো।
প্রীতির আবেগঘন পোস্ট
হারের পর প্রীতি জিন্টা ইনস্টাগ্রামে লেখেন:
"এই মরশুম আমাদের জন্য ছিল সাহস, লড়াই আর একতা। হ্যাঁ, আমরা জিততে পারিনি, কিন্তু আমরা সবাইকে দেখিয়ে দিয়েছি কীভাবে এক টিম হয়ে লড়া যায়।
কাজ অসম্পূর্ণ থেকে গেল, তবে পরের বার আমরা ঠিক ফিরে আসব। আমাদের ফ্যানদের ধন্যবাদ—আপনারাই আমাদের শক্তি।"
এই পোস্টে তিনি দলের একাধিক ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে খেলোয়াড়দের আবেগঘন মুহূর্ত, কোচিং স্টাফের পাশে দাঁড়ানো ও নিজস্ব খেলা পরিকল্পনা নিয়ে আলোচনা।
সমর্থকদের প্রতি বার্তা
প্রীতি আরও লেখেন,
"আমাদের সমর্থকদের ধন্যবাদ। আপনারা না থাকলে এতটা পথ সম্ভব হতো না। আগামী বছর আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। সেই স্বপ্নটা এবার সত্যি করতেই হবে।"
এই বার্তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়, ফ্যানরা ভালোবাসা ও সমর্থনে ভরিয়ে দিয়েছেন কমেন্ট সেকশন।
খেলোয়াড়দের প্রতি সম্মান
প্রীতি আলাদাভাবে প্রশংসা করেছেন কিছু তরুণ খেলোয়াড়েরও, যাঁরা পুরো মরশুম জুড়ে দলের পারফর্মেন্সের মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বিশেষ করে কৃতজ্ঞতা জানিয়েছেন অধিনায়ক ও বোলিং ইউনিটের প্রতি।
চূড়ান্ত কথা (Key Insight):
একটি ট্রফি না পেলেও পঞ্জাব কিংসের মরশুম ছিল দুর্দান্ত। তাদের ফাইনাল পর্যন্ত যাওয়া এবং প্রীতি জিন্টার মতো মালিকের উৎসাহ ও আবেগ নিঃসন্দেহে দলের মনোবল আরও বাড়াবে। এবার না হোক, আগামী মরশুমে হয়তো সেই বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নশিপ ট্রফিটা হাতে তুলবে পঞ্জাব কিংস।
What's Your Reaction?






