‘হাউজফুল ৫এ’ ও ‘হাউজফুল ৫বি’ কি আসলে একই ছবি না আলাদা? রইল উত্তর, যা অবাক করবে
বলিউডে কমেডি ছবি এর আগে অসংখ্য হয়েছে। তবে এই ধরণের পদক্ষেপ এই প্রথম। শুক্রবার অর্থাৎ ৬ জুন ‘হাউজফুল ৫’-এর দুটি সংস্করণ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। একটি হল ‘হাউজফুল ৫এ’ এবং ‘হাউজফুল ৫বি’। এই দুই সংস্করণে একই গল্প, একই চরিত্র এবং একই উন্মাদনা রয়েছে।

What's Your Reaction?






