সোনু সুদের কোন প্রশ্নের উত্তর দিয়ে মিস ওয়ার্ল্ড হলেন মিস থাইল্যান্ড! জানলে কপালে উঠবে চোখ

Miss World 2025: থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী মিস ওয়ার্ল্ড ২০২৫ খেতাব জিতেছেন। ফাইনাল রাউন্ডের সময়, তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল।

Jun 8, 2025 - 18:12
Jun 8, 2025 - 19:07
 0
সোনু সুদের কোন প্রশ্নের উত্তর দিয়ে মিস ওয়ার্ল্ড হলেন মিস থাইল্যান্ড! জানলে কপালে উঠবে চোখ

প্রকাশের তারিখ: ৮ জুন ২০২৫
সংবাদ ডেস্ক: Press Post


সংক্ষিপ্ত বিবরণ

মিস ওয়ার্ল্ড ২০২৫-এর মঞ্চে সাড়া ফেলে দিলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী। বিশ্বসুন্দরীর মুকুট নিজের মাথায় তোলার পাশাপাশি ফাইনাল রাউন্ডে অভিনেতা সোনু সুদের করা প্রশ্নের উত্তর দিয়েই মন জয় করে নিয়েছেন বিচারকদের। তাঁর আত্মবিশ্বাস, চিন্তাভাবনা এবং মানবিক দৃষ্টিভঙ্গি সবাইকে মুগ্ধ করেছে।


কে হলেন মিস ওয়ার্ল্ড ২০২৫?

থাইল্যান্ডের সুন্দরী ওপাল সুচাতা চুয়াংশ্রী মিস ওয়ার্ল্ড ২০২৫ খেতাব অর্জন করেছেন। এ বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ভারতের মুম্বই শহরে। এই আন্তর্জাতিক মঞ্চে সেরা ১০ প্রতিযোগীর মধ্য থেকে ওপাল ফাইনাল রাউন্ডে পৌঁছান।

বিচারকমণ্ডলীর একজন ছিলেন বলিউড অভিনেতা ও সমাজসেবী সোনু সুদ।


সোনু সুদের প্রশ্ন

ফাইনাল রাউন্ডে ওপালকে সোনু সুদ জিজ্ঞাসা করেন:

"তুমি যদি বিশ্বের তরুণ প্রজন্মের মধ্যে একটি পরিবর্তন আনতে পারো, তাহলে সেটা কী হবে এবং কেন?"


ওপালের উত্তরে কী ছিল?

ওপাল বলেন,
“আমি চাই বিশ্বের তরুণরা যেন শুধু স্বপ্ন দেখে না, সেই স্বপ্নের বাস্তবায়নেও ভূমিকা রাখে। তারা যেন সমাজের প্রতি দায়িত্বশীল হয়, নিজের সাফল্যকে অন্যদের সেবায় কাজে লাগায়। আমরা যদি ভালো মানুষ না হই, তাহলে বড় হওয়া অর্থহীন হয়ে যায়।”

এই উত্তরের পর মঞ্চে উপস্থিত সকলেই অভিভূত হয়ে যান। বিচারকরা ওপালের আত্মবিশ্বাস ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।


প্রতিযোগিতার ফলাফল

  • মিস ওয়ার্ল্ড ২০২৫: ওপাল সুচাতা চুয়াংশ্রী (থাইল্যান্ড)

  • ফার্স্ট রানার-আপ: এমিলি গ্রেস (ইংল্যান্ড)

  • সেকেন্ড রানার-আপ: সানজনা রেড্ডি (ভারত)


আয়োজনের অন্যান্য দিক

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু আন্তর্জাতিক প্রতিনিধি ও তারকা। ভারতীয় সংস্কৃতির ছোঁয়া দিতে পারফর্ম করেন জনপ্রিয় বলিউড শিল্পীরা। অনুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow