বকরি ইদের ছুটি ৬ না ৭ জুন? বাংলায় কবে আদতে পালিত হচ্ছে কুরবানির ইদ

বকরি ইদ এই বছর ৬ জুন না ৭ জুন তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। বাংলায় আদতে কবে পালন করা হচ্ছে বকরি ইদ?

Jun 8, 2025 - 18:12
Jun 8, 2025 - 19:09
 0
বকরি ইদের ছুটি ৬ না ৭ জুন? বাংলায় কবে আদতে পালিত হচ্ছে কুরবানির ইদ

প্রকাশের তারিখ: ৮ জুন ২০২৫
সংবাদ ডেস্ক: Press Post India


সংক্ষিপ্ত বিবরণ

এই বছর বকরি ইদ বা ঈদ-উল-আযহার তারিখ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। অনেকেই ভাবছেন ইদের ছুটি ৬ জুন, আবার অনেকে বলছেন ৭ জুন। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী নির্ধারিত হয় ঈদের তারিখ। তাহলে পশ্চিমবঙ্গে আদতে কবে পালিত হচ্ছে কুরবানির ইদ?


চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদের তারিখ

ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদ-উল-আযহা পালিত হয়। এই দিনটি নির্ভর করে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর।

এ বছর সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে ৬ জুন বৃহস্পতিবার, তাই সেখানে ঈদ পালিত হয়েছে ৭ জুন শুক্রবার। তবে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে সাধারণত সৌদি আরবের পরদিন থেকে মাস গণনা শুরু হয়।


বাংলায় কবে পালিত হচ্ছে ঈদ-উল-আযহা?

পশ্চিমবঙ্গে এবং ভারতের অন্যান্য রাজ্যে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ৮ জুন শনিবার ঈদ-উল-আযহা পালিত হচ্ছে। অর্থাৎ শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় শনিবার হচ্ছে ঈদের দিন।

তবে সরকারি ছুটির তালিকায় ১৭ জুন সোমবার ছুটি ঘোষণা করা হয়েছিল, যা চাঁদ দেখা সাপেক্ষে সংশোধিত হয়ে ৮ জুন শনিবার কার্যকর হয়।


সরকারি ছুটির সংশোধন

পশ্চিমবঙ্গ সরকার তাদের নোটিসে জানিয়েছে,

“চাঁদ দেখা যাওয়ায় ঈদ-উল-আযহার নির্ধারিত ছুটি এখন ৮ জুন শনিবার পালিত হবে। পূর্বঘোষিত ১৭ জুনের ছুটি বাতিল।”

এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরগুলিকে অবহিত করা হয়েছে।


ঈদ-উল-আযহার তাৎপর্য

ঈদ-উল-আযহা বা কুরবানির ঈদ মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই দিনে হজরত ইব্রাহিম (আ.) এর মহান ত্যাগ ও কুরবানির স্মরণে পশু কুরবানি দেওয়া হয়। ঈদের নামাজের পরেই এই কুরবানির আয়োজন হয়।


What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow