YRF-এর হাত ধরে দুই কাশ্মীরি ছেলের স্বপ্নপূরণ! ‘সাইয়ারা’-এর টাইটেল ট্র্যাক নিয়ে আবেগপ্রবণ ফাহিম-আরসলান
অনন্যা পান্ডের খুড়তুতো ভাই আহান পান্ডে এবার যশ রাজ ফিল্মসের আসন্ন ছবি ‘সাইয়ারা’ দিয়ে বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন। সঙ্গে থাকছেন অনীত পাড্ডাও। নির্মাতারা মঙ্গলবার টাইটেল ট্র্যাকটি প্রকাশ্যে এনেছেন। আর গানটি আসার পর থেকেই তা দর্শকদের মন জয় করে নিয়েছে।

What's Your Reaction?






