কেটে ফেলেছেন দাড়ি-গোঁফ, হয়েছেন মারাত্মক রোগাও! রণবীরের নতুন লুকে অবাক অনুরাগীরা
বৃহস্পতিবার মুম্বইয়ে বেড়াতে গিয়ে নতুন ক্লিন-শেভ লুকে ধরা দিলেন রণবীর কাপুর।

প্রকাশের তারিখ: ৮ জুন ২০২৫
লেখক: Press Post সংবাদ ডেস্ক
সংক্ষিপ্ত বিবরণ:
বলি অভিনেতা রণবীর কাপুরের নতুন লুকে ভক্তরা অবাক ও উত্তেজিত। সম্প্রতি মুম্বইয়ে বেড়াতে গিয়ে তিনি পুরোপুরি ক্লিন-শেভ লুকে দেখা দিয়েছেন, যা তার আগের স্টাইলের থেকে একেবারেই আলাদা। এই পরিবর্তন নিয়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
রণবীরের নতুন লুক
বৃহস্পতিবার মুম্বইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি হন রণবীর কাপুর। পুরনো দাড়ি-গোঁফ কেটে ফেলেছেন তিনি, যা অনেকেই বলছেন একেবারে নতুন এক রূপে রণবীরকে উপস্থাপন করেছে। অনেক অনুরাগী মজা করে বলেছেন, "এতদিন দাড়ি-গোঁফ থাকায় রণবীরকে ভালোভাবে চিনতাম না, এখন নতুন রূপে রণবীর অনেক বেশি হট লেগেছে!"
রোগা হয়ে যাওয়ার রহস্য
রণবীরের নতুন লুকে চোখে পড়েছে তার পাতলা এবং মারাত্মক রোগা শরীর, যা আগের চেহারার থেকে অনেকটাই আলাদা। সোশ্যাল মিডিয়ায় অনেকে জানাতে চাচ্ছেন, হয়তো নতুন কোনো প্রোজেক্টের জন্য তিনি ওজন কমিয়েছেন বা শুটিংয়ের জন্য নতুন লুক তৈরি করছেন।
ফ্যানদের প্রতিক্রিয়া
অনেক অনুরাগী রণবীরের এই লুক পছন্দ করেছেন, আবার কেউ কেউ বলছেন, "এই লুক যেন আরও কিছুদিন থাকুক না, কারণ তার পুরনো স্টাইলটাই আমাদের প্রিয়।" কিছুরাই প্রশ্ন তুলেছেন, তিনি কি ভালো আছেন?
রণবীরের পরবর্তী পরিকল্পনা
তবে এখনও রণবীর নিজে কোনো বিবৃতি দেননি এই লুক পরিবর্তনের বিষয়ে। ধারণা করা হচ্ছে, তার নতুন ছবির জন্যই এই লুক রাখা হয়েছে, যেখানে সম্ভবত একটি নতুন চরিত্রে তাঁকে দেখতে পাবো।
চূড়ান্ত কথা
বলিউডে স্টাইল পরিবর্তন নতুন কিছু নয়, কিন্তু রণবীরের এই আকস্মিক পরিবর্তন সবসময়ই দর্শক-অনুরাগীদের জন্য একটি বিস্ময়কর বিষয়। নতুন লুক নিয়ে তিনি কতটা সফল হবেন, সেটাই এখন দেখার বিষয়।
What's Your Reaction?






